কার্যাবলী
- Post: posts
- পোষ্ট এর তারিখ: 19 Aug, 2025 11:24:07am
কার্যাবলীঃ
১. বস্ত্র প্রযুক্তির
বিভিন্ন শাখায় যেমন স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং শিক্ষার্থীদের থিওরি ও প্রাকটিক্যাল
জ্ঞান প্রদান;
২. যুগের চাহিদার সাথে
তাল মিলিয়ে দক্ষ বস্ত্র প্রকৌশলী তৈরি এবং সরবরাহ;
৩. শিক্ষার মান নিশ্চিতকরণ,
শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং যুগের চাহিদার সাথে তাল মিলাতে বস্ত্র শিল্পে ব্যবহৃত
আপডেটেড
মেশিন সহ অন্যান্য প্রযুক্তির সাথে পরিচয় করানো;
৪. টেক্সটাইল প্রযুক্তি,
প্রক্রিয়া ও ক্রমবর্ধমান পরিবর্তনশীল প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান
প্রদান;
৫. টেক্সটাইল প্রযুক্তি
সম্পর্কিত বিষয়াদি নিয়ে ছাত্র-শিক্ষক সমন্বয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা;
৬. শিক্ষার্থীদের দক্ষতা
বৃদ্ধির জন্য হাতে-কলমে আধুনিক মেশিনারিজ পরিচালনায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও ইন্টার্নশিপের
সুযোগ তৈরি;
৭. পরিবেশবান্ধব ও টেকসই
প্রযুক্তির উদ্ভাবন ও প্রসার;
৮. শিক্ষার্থীদের উদ্যোক্তা
হতে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় জ্ঞান ও পরামর্শ প্রদান;
৯. বস্ত্র শিল্প প্রতিষ্ঠান
ও বস্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাস্তবধর্মী জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে সমন্বয়
ও সম্পর্ক স্থাপন;
১০. বিশ্ববাজারে হালনাগাদ
চাহিদা নিরুপন ও তদানুযায়ী প্রতিযোগিতামূলক দক্ষ বস্ত্র প্রকৌশলী তৈরি;
১১. টেক্সটাইল শিল্পের
জন্য প্রযুক্তিগত সমস্যা সমাধানে সৃজনশীল কাজ করা এবং পরামর্শ প্রদান করা;
১২. শিক্ষার্থীদের মধ্যে
নৈতিকতা, নেতৃত্ব গুণাবলী ও পেশাদার মনোভাব সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।